নির্বাচন

পরিচয় মিলেছে ৭ জঙ্গির

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে সাত জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে বুধবার সন্ধ্যায় জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান।

 

এই সাতজন হলো জোবায়ের হোসেন, শেহজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আবদুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান ও মতিয়ার রহমান।

 

ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে জঙ্গিদের আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের স্বজন নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। তিনজনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মর্গে গিয়ে স্বজনদের লাশ শনাক্ত করতে অনুরোধ করা হয়েছে।

 

১. আবদুল্লাহ

পিতা: মো. সোহরাব আলী

মাতা: মোসা. মোসলেমা খাতুন

গ্রাম: বল্লভপুর

থানা: নবাবগঞ্জ

জেলা: দিনাজপুর

এনআইডি: ২৭২০৪৯০০০০৩০

জন্মতারিখ: ১৫-০১-১৯৯৩

 

২. আবু হাকিম নাইম

পিতা: নুরুল ইসলাম

মাতা: মোসা. হালিমা

গ্রাম: কুয়াকাটা

থানা: কলাপাড়া

জেলা: পটুয়াখালী

এনআইডি: ৭৮১১০৩০০০৩৬৯

জন্মতারিখ: ১৫-০১-১৯৮৩

 

৩.  তাজ-উল-হক রাশিক

পিতা: রবিউল হক

মাতা: জাহানারা বেগম

ওয়ার্ড নং: ১৫; বাসা: ৭২

রোড: ১১/এ

ধানমন্ডি, ঢাকা

এনআইডি: ২৬১৩৫০০০০৩৯৭

জন্ম তারিখ: ০৫-১২-১৯৯১

 

৪. আকিফুজ্জামান খান

পিতা: সাইফুজ্জামান খান

মাতা: শাহানাজ নাহার

বাসা: ২৫, রোড-১০

গুলশান, ঢাকা

এনআইডি-২৬১১০৬০০১০০৬

জন্ম তারিখ: ১১-০৯-১৯৯২

 

৫. পরিচয় পাওয়া যায়নি

 

৬. শেহজাদ রউফ অর্ক

পিতা: তৌহিদ রউফ

স্থায়ী ও বর্তমান ঠিকানা:

৬২ পার্ক রোড, বাসা নং-৩০৪,

রোড নং-১০, ব্লক-সি, ফ্ল্যাট নং-০৯,

বসুন্ধরা আবাসিক এলাকা,

থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।

পাসপোর্ট নং- ৪৭৬১৪৫৯৯২ (যুক্তরাষ্ট্রের নাগরিক)

এনআইডি-২৬২১৮৬০০০৫৩৬

জন্মতারিখ: ০৬-০২-১৯৯২

 

৭. মো. মতিয়ার রহমান

পিতা: নাসির উদ্দিন সরদার

মাতা: মোসা. খাইরুন্নেসা

গ্রাম: ওমরপুর

থানা: তালা

জেলা: সাতক্ষীরা

এনআইডি-৮৭০১৮১০০০০০৩

জন্মতারিখ: ০১-০১-১৯৯২

 

৮. মো. জোবায়ের হোসেন

পিতা: আব্দুল কাইয়ূম; মাতা: আয়েরা বেগম

গ্রাম: পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ী

থানা: সুধারাম, জেলা: নোয়াখালী

এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯

জন্মতারিখ: ০১-০১-১৯৯৬

 

৯.  পরিচয় পাওয়া যায়নি

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৬/মাকসুদ/খান/সাইফ/এএন