নির্বাচন

ময়মনসিংহে ১১ আসনের ২টিতে আ. লীগের নতুন মুখ

জেলা প্রতিবেদকময়মনসিংহ, ৩০ নভেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে মাত্র দু’টি আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে।ক্ষমতার ৫ বছরে নানা অনিয়ম, দুর্নীতিসহ নানাবিধ অভিযোগে দলীয় দু’সংসদ সদস্যকে মাইনাস করে এ দু’টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে দলীয় দু’উপজেলা পরিষদ চেয়ারম্যানকে। বাদ বাকী ৯টি আসনে বর্তমান সংসদ সদস্যদেরই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।শুক্রবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণার পর মনোনয়ন পাওয়া নেতাদের সমর্থকরা উচ্ছ্বাস আর মনোনয়ন বঞ্চিতদের শিবিরে নেমে এসেছে হতাশা।জানা গেছে, ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসন থেকে মনোনয়ন পেয়েছেন সর্বদলীয় সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনে দলীয় মনোনয়ন হারিয়েছেন বর্তমান সংসদ সদস্য হায়াতুর রহমান বেলাল। তার বিরুদ্ধে গত ৫ বছরে নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগ রয়েছে। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্য অনুষ্ঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শরীফ আহমেদ। শরীফ আহমেদ এ আসন থেকে ৫ বার নির্বাচিত সাংসদ কিংবদন্তী রাজনৈতিক প্রয়াত শামসুল হকের ছেলে।ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির। জামাতের সাথে সংশ্লিষ্টতাসহ গত ৫ বছরে নানা বিতর্কিত ঘটনার জন্ম দেন এ প্রতিমন্ত্রী।ময়মনসিংহ-৪ সদর আসনে মনোনয়ন পেয়েছেন প্রায় ৪০ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বর্তমান সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে মনোনয়ন পেয়েছেন কাজী খালিদ বাবু। ৭৫-এর পর ২০০৮ সালে তিনিই এ আসনটি পুনরুদ্ধার করেন।এছাড়া ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে অ্যাডভোকেট রেজা আলী, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম দলীয় মনোনয়ন পেয়েছেন।নানা কারণে দেশব্যাপী বিতর্কিত সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) গিয়াস উদ্দিন আহমেদ ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এ আসনের সাবেক এমপি আলতাফ গোলন্দাজের ছেলে ফাহমি গোলন্দাজ বাবেল।ময়মনসিংহ-১১-ভালুকা আসনে বর্তমান সংসদ সদস্য ডা: এম. আমান উল্লাহই দলীয় মনোনয়ন পেয়েছেন।এদিকে, ময়মনসিংহ-৪ সদর আসনে দ্বিতীয়বারের মতো প্রিন্সিপাল মতিউর রহমানের মনোনয়ন প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতা আহসান মো: আজাদ বলেন, ‘ময়মনসিংহ আওয়ামীলীগের রাজনীতিতে ঐক্যের প্রতীক প্রিন্সিপাল মতিউর রহমান। ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে দ্বিতীয় বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছসিত দলীয় নেতাকর্মীরা রাতেই আনন্দ মিছিল করে। মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার জানান, জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নেয়ায় তাকে অনেক ধন্যবাদ।রাইজিংবিডি/আবু সালেহ মো: মূসা/এলএ