ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন

‘মেয়ের ভাগ্যে ওয়ালটন ফ্রিজ কিনে মোটরসাইকেল পেলাম’

নিজস্ব প্রতিবেদক :‘মেয়েটার বিয়ে। একদিন আগে ফ্রিজ কিনতে গেলাম। তাকে দেব। মেয়ের কী ভাগ্য দেখেন! সেই ফ্রিজেই পেয়ে গেলাম লাখ টাকার ক্যাশ ভাউচার। যা পূরণ করেছে আমার মোটরসাইকেলের শখ।’ আবেগ জড়ানো কণ্ঠে কথাগুলো বলছিলেন মো. নজরুল ইসলাম। কুমিল্লার বাঙ্গরা থানার শ্রীরামপুর গ্রামে তার বাড়ি। রোববার (১৭ ডিসেম্বর) ছিল তার সেজো মেয়ের বিয়ে। তাকে দেবেন বলে আগের দিন মুরাদনগরের সরকার এন্টারপ্রাইজ থেকে একটি ওয়ালটন ফ্রিজ কেনেন। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে সে ফ্রিজ কিনেই ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নজরুল ইসলাম। রাইজিংবিডিকে তিনি জানান, তার চার মেয়ে। একমাত্র ছেলে ওমানে কাজ করতেন। দুই বছর আগে তিনি এক দুর্ঘটনায় মারা যান। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নজরুল ইসলাম। তিনি নিজেও সৌদি আরবে কাজ করতেন। ছেলে আর তিনি একসঙ্গে ঈদ করতে বাড়ি আসবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ঈদের ছয়দিন আগেই দুর্ঘটনা কেড়ে নেয় তার একমাত্র ছেলেকে। বড় দুই মেয়েকে আগেই বিয়ে দিয়েছেন। বর্তমানে ছোট মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। পুত্রশোকে আর বিদেশ যাননি নজরুল ইসলাম। বর্তমানে বাড়িতেই থাকেন। সেজো মেয়ের বিয়ে ঠিক হয়েছে। হবু জামাই মাদ্রাসার শিক্ষক। ঠিক করেন মেয়েকে ফ্রিজ দেবেন। বিয়ের একদিন আগে ১৬ ডিসেম্বর সরকার এন্টারপ্রাইজ থেকে ২২ হাজার ৯০০ টাকা দিয়ে একটি ওয়ালটন ফ্রিজ কেনেন তিনি। ওয়ালটন ফ্রিজ কেনার ব্যাপারে তিনি বলেন, ‘আমার ঘরেও ওয়ালটন ফ্রিজ। ৩ বছর ধরে চলছে কোনো সমস্যা ছাড়াই। এছাড়া আমার আত্মীয়দের তিনটা ওয়ালটন ফ্রিজ কিনে দিয়েছি। সবগুলোই ভালো চলছে। তাদের ফ্রিজের দাম কম, কিন্তু ভালো সার্ভিস দেয়। তাই যখন মেয়েকে ফ্রিজ দেব বলে ঠিক করি, তখন আর দ্বিতীয় চিন্তা করি নাই। সোজা চলে গেছি ওয়ালটনের শোরুমে।’

নজরুল ইসলামের হাতে ক্যাশ ভাউচার ও মোটরসাইকেল তুলে দেওয়া হচ্ছে

 

নজরুল ইসলাম জানান, ফ্রিজ কেনার সময় তিনি জানতে পারেন যে, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন চলছে। পণ্য কিনে রেজিস্ট্রেশন করে লাখ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে। লাখ টাকা পাওয়ার আশায় নয়, মেয়ের ভাগ্য কেমন, সেটা দেখাই তার কাছে প্রধান হয়ে ওঠে। ফ্রিজ কিনে তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার কিছুক্ষণের মধ্যেই এসএমএস আসে। যাতে বলা হয়, তিনি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। মেয়ের ভাগ্যে সত্যি সত্যি লাখ টাকা মিলে যাওয়ায় অভিভূত হয়ে পড়েন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘মেয়ের জন্য কেনা ফ্রিজে লাখ টাকার পুরস্কার পেলাম। আজ বিয়ে বাড়িতে সবাই মেয়ের সৌভাগ্য নিয়ে কথা বলছে। আমার বেয়াইর বাড়ির সবাই খুব খুশি। ওয়ালটনের সৌজন্যে বিয়ে বাড়ির আনন্দ অনেক গুণ বেড়ে গেছে। তার জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। ওয়ালটনকেও ধন্যবাদ।’  নজরুল ইসলাম জানান, লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে একটি ওয়ালটন মোটরসাইকেল কিনেছেন তিনি। মোটরসাইকেলটি কী করবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিজেই চালাব। ছোটবেলা থেকে মোটরসাইকেলের শখ। আগেও মোটরসাইকেল চালাতাম। ওয়ালটনের এই মোটরসাইকেল পেয়ে আবার তরুণ বয়সে যেন আমি ফিরে যাচ্ছি।’ উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/অগাস্টিন সুজন/রফিক