ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯

বিকেএসপির প্রতিরোধ ভেঙে গাজী গ্রুপের জয়

ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়াই করতে পারেনি বিকেএসপি। আজ গাজী গ্রুপের সঙ্গে তালে তাল মিলিয়ে লড়াই করেছে আট বছর পর ঢাকা লিগে ফেরা দলটি। শেষ হাসিটা তারা হাসতে পারেনি ঠিকই। কিন্তু গাজী গ্রুপকে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় রেখেছে বিকেএসপি। ফতুল্লায় বিকেএসপির দেওয়া ২৫০ রানের লক্ষ্য গাজী গ্রুপ ছুঁয়েছে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে। মেহেদী হাসানের ৭০’র পর তৌহিদ তারেকের ৭৬ রানে জয় পায় গাজী গ্রুপ। আটে নামা আবু হায়দার রনির ইনিংসটি ছিল মহাগুরুত্বপূর্ণ। ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান করেন আবু হায়দার। সপ্তম উইকেটে তৌহিদ ও রনির অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে জয় নিশ্চিত হয় গাজী গ্রুপের। ম্যাচসেরা নির্বাচিত হওয়া তৌহিদ ৯৩ বলে ৩ চার-ছক্কায় সাজান ৭৬ রানের ইনিংস। তিনে নামা মেহেদী হাসান ৭০ রান করেন। ব্যাটিংয়ে শুরুতেই ব্যর্থ রনি তালুকদার (১৫) ও ইমরুল কায়েস (৪)। হাসেনি শামসুর রহমান শুভর ব্যাটও (২৩)। বিদেশি ক্রিকেটার পারভেজ রসুল করেন মাত্র ১ রান। বিকেএসপির হয়ে হাসান মুরাদ ৩২ রানে নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন মাকিদুল ইসলাম। এর আগে চার টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যাটে লড়াকু পুঁজি পায় বিকেএসপি। ওপেনার রাতুল খান ৩৪ রান করে রিটায়ার্ড হার্ট হন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ৮৫ রান। ৯ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান জয়। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা আমিনুল ইসলাম করেন ৬৩ রান। শামীম হোসেন করেন ৪৪ রান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেএপি লড়াকু সংগ্রহ পেলেও জয় নামক সোনার হরিণ তারা পায়নি। ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর আগে বল হাতে ৪৬ রানে ২ উইকেট নেন রনি। সমান উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বীও। নাসুম আহমেদ পেয়েছেন ১ উইকেট। গাজী গ্রুপ প্রথম ম্যাচ হেরেছিল মোহামেডানের বিপক্ষে। আজ প্রথম জয় পেল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/ইয়াসিন/আমিনুল