ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯

জয়ে ফেরার লড়াইয়ে মুখোমুখি আবাহনী-মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক : রাত পোহালেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে লড়াই মোহামেডানের। অথচ সাদাকালো কিংবা আকাশি নীল শিবিরে বাড়তি কোনো উত্তেজনাই চোখে পড়ল না! দুই দল মিরপুরের একাডেমিতে অনুশীলন সেরেছে রোববার সাত সকালে। ছিল না কোনো উন্মাদনা, ছিল আবাহনী-মোহামেডানের সেই পুরোনো জৌলুস। অবশ্য সেই সুদিন একালের ক্রিকেটারদের কারোরই দেখা হয়নি। হয়নি বলেই তো যুদ্ধ-যুদ্ধ ভাবটা নেই। সেই অতীত অবশ্য দেখা হয়েছে মোহামেডান কোচ মাঞ্জারুল ইসলামের। তাইতো বুক ফুলিয়ে একাডেমি মাঠে দাঁড়িয়ে বললেন, ‘আমি চৌদ্দ বছর মোহামেডানের হয়ে খেলেছি। আমার জাতীয় দলের অভিষেক হয়েছিল মোহামেডানের পক্ষে খেলে, মোহামেডানের পক্ষে পারফর্ম করে।’ অতীত এমনই ছিল, জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই থাকত আবাহনী ও মোহামেডান ক্লাবের। অবশ্য ঢাকার ক্রিকেট এখন উল্টো চিত্র দেখছে। এখন জাতীয় দলের খেলোয়াড়রা প্রায় সবাই আবাহনী শিবিরে। মাশরাফি, রুবেল, সাব্বির, সাইফউদ্দিন, মিরাজ, শান্ত, মোসাদ্দেক, সৌম্য, মিথুন, অপু- প্রত্যেকেই জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। তারা সবাই আবাহনীর তাঁবুতে। অন্যদিকে মোহামেডানে উল্টো চিত্র। আব্দুল মজিদ, মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, নাদিফ চৌধুরী, রকিবুল হাসান, সোহাগ গাজী, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু- মতিঝিল পাড়ার তাঁবুতে। তাদের কয়েকজনের আন্তর্জাতিক অভিষেক হয়নি, বাকিরা জাতীয় দল থেকে ছিটকে গেছেন বহু আগে। তবে মোহামেডান একেবারেই তারকাবিহীন দল নয়। আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরতে যাচ্ছেন লিটন কুমার দাস। আর শুরু থেকেই খেলছেন শফিউল ইসলাম। তারকাসমৃদ্ধ দল বলেই আবাহনী ফেবারিট। তবে নিজ দলকে পিছিয়ে রাখছেন না মাঞ্জারুল ইসলাম, ‘প্রতিপক্ষ কে সেটা তো আমরা মূল্যায়ন করতে আসিনি। আমরা আমাদের সেরা খেলাটা খেলব। আবাহনীর বিপক্ষে দল হিসেবে যদি খেলতে পারি, তাহলে সেটাই হবে আমাদের শক্তির জায়গা।’ নিজেরা শক্তিশালী দল হলেও মোহামেডানকে হালকা করে দেখছে না আবাহনী। দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেনের কণ্ঠে এমন সুর, ‘আমাদের ভালো টিম। মোহামেডানও টিম হিসেবে ভালো।  আমরা আসলে ওদের দিকে ফোকাস না করে ম্যাচের দিকে ফোকাস করছি। খেলা প্রতিদ্বন্দ্বীতা হবে আশা করাই যায়।’ টানা তিন জয়ের পর টানা দুই হার মোহামেডানের। অন্যদিকে চার জয়ের পর আবাহনী হেরেছে প্রাইম ব্যাংকের কাছে। দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তাই জয়ে ফিরতে মরিয়া দুই দলই। ‘পেছনে ফিরে তাকালে দলের জন্য ভালো হবে না। আমাদের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। পরে নিচে নেমেছে। কালকের ম্যাচটা আসলে গ্রাফ তৈরি করে দিবে না। তবে পুরো টুর্নামেন্টের জন্য মাইলফলক হবে ম্যাচটি। এটাই আমাদের চ্যালেঞ্জ’- বলেছেন মোহামেডানের কোচ মাঞ্জারুল। ‘আমরা সব বিভাগেই ভালো অবস্থায় আছি। যদিও একটা ম্যাচ হেরেছি। সব মিলিয়ে আমরা তিন দিক থেকেই ভারসাম্যপূর্ণ। আমাদেরকে ভালো করতেই হবে। জয়ে ফিরতে হবে’- বলেছেন মোসাদ্দেক। ম্যাচে ব্যাট-বলে উত্তাপ ছড়াবে সেই আশা করা যায়। কিন্তু মিরপুরের গ্যালারির দর্শকশূন্যতার চিত্র বদলাবে কি? একটি বিষয় জানানো জরুরি, দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে মিরপুরের প্রবেশদ্বার।

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৯/ইয়াসিন/পরাগ