ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯

সুপার লিগে থাকছে রিজার্ভ ডে

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা শুরু সোমবার থেকে। বৃষ্টির কথা মাথায় রেখে রিভার্জ ডে রাখা হয়েছে সুপার লিগের প্রতিটি ম্যাচে। লিগের প্রথম পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে ছিল না। তবে বৃষ্টিতে পন্ড হয়নি কোনো ম্যাচ। কয়েকটি ম্যাচে অবশ্য বৃষ্টি আইনে ম্যাচের ফলাফল হয়েছে। সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় খেলবে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিতে কোনো খেলা পন্ড হলে ডিজার্ভ ডে তে পরদিন ম্যাচ অনুষ্ঠিত হবে।  

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপার লিগে মাঠে নামবে রূপগঞ্জ। গতবার রানার্সআপ হওয়া দলটি ১১ ম্যাচে হেরেছে মাত্র একটিতে। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে দুইয়ে আছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচে সমান জয় শিরোপাধারী আবাহনীর। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে প্রাইম ব্যাংক রয়েছে দুইয়ে।   এদিকে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার রেলিগেশন লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেএসপির-৪ নম্বর মাঠে খেলবে ব্রাদার্স ও উত্তরা এবং বৃহস্পতিবার একই মাঠে মুখোমুখি হবে বিকেএসপি ও উত্তরা।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/ইয়াসিন