ওয়ালটন ঢাকা প্রিমিয়ার টি২০ লিগ

প্রিমিয়ার লিগেই নজর রাখতে চান সাব্বির

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন সাব্বির রহমান। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালোভাবেই সুযোগ কাজে লাগিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। রানে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস ধরে রাখতে চান পরবর্তী মঞ্চে। আপাতত জাতীয় দলের খেলা নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। অটোমেটিক চয়েজ হিসেবে সাব্বির থাকবেন সেই দলে। তবে নিজের ভাবনা অতদূর বিস্তৃত করছেন না সাব্বির। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ও ঢাকা লিগ নিয়েই ভাবছেন। যে আত্মবিশ্বাস তাসমান পাড়ের শহর থেকে নিয়ে এসেছেন সেই আত্মবিশ্বাসে জ্বলে উঠতে চান প্রতিটি সুযোগে। ‘‘রান করেছি বলে আত্মবিশ্বাস ‍বৃদ্ধি পেয়েছে। আবাহনীর হয়ে এখন প্রিমিয়ার লিগ খেলছি। এখানেই ফোকাস করতে চাই। রান করতে চাই। যদি ভালো করতে পারি তাহলে আমার আত্মবিশ্বাস আরও বাড়বে।’’–বলেছেন সাব্বির। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে চাপ নিয়ে ব্যাটিং করেছেন সাব্বির। চাপ নিয়ে ব্যাটিং করার যে মেজাজ ও ধরণ তা বারবারই ফুটে উঠে তার ব্যাটে। টপ অর্ডার কিংবা লোয়ার অর্ডার, সবখানেই স্বাচ্ছন্দ্যে ব্যাটিংয়ে অভ্যস্ত। দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত সাব্বির। ‘‘হয়তো আমার ‘রাশিতেই’ আছে সবসময় চাপ নিয়ে খেলার। এজন্য হয়তো সবসময় চাপ নিয়েই খেলতে হবে। সবসময় চেষ্টা করি প্রতিটি ম্যাচকে নিজের শেষ ম্যাচ হিসেবে দেখার। এজন্য ভালো করতে পারছি। সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’’- যোগ করেন সাব্বির। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন/আমিনুল