ওয়ালটন ঢাকা প্রিমিয়ার টি২০ লিগ

নিউজিল্যান্ড থেকে ফিরেই সাব্বিরের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডে শেষ ওয়ানডেতে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। হোয়াইটওয়াশ হওয়া ওয়ানডে সিরিজে সাব্বির রহমানের সেঞ্চুরিই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই ফিফটি করেছেন সাব্বির। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম দিন সোমবার মিরপুরে আবাহনী লিমিটেডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪৩ বলে ৫৮ রান করেছেন সাব্বির। দিবারাত্রির ম্যাচে দ্বিতীয় ওভারে মুনিম শাহরিয়ারের বিদায়ের পর সাব্বির ব্যাটিংয়ে নেমেছিলেন তিন নম্বরে। ৭ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৫২ ও চতুর্থ উইকেটে জাহিদ জাবেদের সঙ্গে ৫৮ রানের দারুণ দুটি জুটি গড়েন সাব্বির। ৪০ বলে ফিফটি তুলে নেন তিনি। ফিফটির পর শাখাওয়াত হোসেনকে একটি ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। ৪৩ বলে ৫ চার ও ২ ছকায় সাজান ৫৮ রানের ইনিংসটি। সাব্বিরের ৫৮ ও জাহিদের ৪৪ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় আবাহনী। শেষ বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৪ রানের ইনিংসটি সাজান জাহিদ। নিউজিল্যান্ড সফরে প্রথম দুই ওয়ানডেতে ১৩ ও ৪৩ রান করা সাব্বির শেষ ম্যাচে ১১০ বলে ১২ চার ও ২ ছক্কায় খেলেন ১০২ রানের দারুণ ইনিংস। রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ