বাংলাদেশ আফ্রিকা ক্রিকেট-২০১৭

কক্সবাজারে অনুশীলনে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে কক্সবাজার এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ঢাকা থেকে মঙ্গলবার বেলা ১২টায় বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় তারা। তারপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে যায় প্রোটিয়া নারী ক্রিকেট দল। এরপর ১টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে অনুশীলনে নেমে পড়ে দক্ষিণ আফ্রিকা দল। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেন সফারকারী খেলোয়াড়রা। ১২ জানুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ সিরিজের জন্য প্রস্তুতি নিতে রুমানা-জাহানারা-সালমারা আগেই কক্সবাজারে চলে আসেন। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ বাছাইয়ে একই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। রাইজিংবিডি/কক্সবাজার/১০ জানুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/আমিনুল