বাংলাদেশ আফ্রিকা ক্রিকেট-২০১৭

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নামে দু’দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩১.২ ওভারে ১২৬ রান তুলতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ফলে ১০ রানের জয় পায় বাংলাদেশ। আগের দুই ম্যাচে হারের পর এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়াল টাইগ্রেসরা।

বাংলাদেশের হয়ে অধিনায়ক রুমানা আহমেদ সর্বোচ্চ ২৮ রান করেন। শারমিন সুলতানা ও নিগার সুলতানা- দুজনই ২১ রান করেন। এ ছাড়া ১৭ রান করেন শারমিন আক্তার। দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান্নে ক্যাপ, ভন নাইকার্ক এবং সুনে লাস ২টি করে উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট নেন ক্রিস্টেন, লেট সোয়ালো এবং অ্যাবেঙ্গ খাকা। আগের দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে মাত্র ১৩৬ রানের পুঁজি নিয়ে জয় পাওয়া অনেকটাই অপ্রত্যাশিত ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিক মেয়েদের কার্যকরী বোলিংয়ে পথ হারায় দক্ষিণ আফ্রিকা। ফলে ১২৬ রান তুলতেই অলআউট হয়ে যায় দলটি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে লিজলি লি সর্বোচ্চ ৪৬ রান করেন। শেষ দিকে অধিনায়ক ড্যান ভান নাইকার্ক দলকের জেতানোর প্রচেষ্টা চালালেও সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত হার মানেন। ব্যক্তিগত ৪২ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। বল হাতে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার খাদিজাতুল কুবরা। এ ছাড়া দুটি করে উইকেট পান পান্না ঘোষ ও জাহানারা আলম। অপর উইকেটটি নেন জাহানারা খাতুন। এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হারে। এরপর দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৭ রানে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। আজ তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের পরবর্তী দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ জানুয়ারি। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু