ইয়াসিন হাসান ইংল্যান্ড থেকে

রিজার্ভ ডে না থাকায় হতাশ বাংলাদেশ

ব্রিস্টল থেকে ক্রীড়া প্রতিবেদক : ‘আমরা চাঁদে মানুষ রাখছি, তাহলে বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে রিজার্ভ ডে নেই কেন?’ – মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এক পয়েন্ট হারানোর পর এভাবেই নিজের ‘বিরক্তি’ প্রকাশ করছিলেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। বিশ্বকাপের এ আসরে তিনটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলো। টানা দ্বিতীয় দিনের মতো কোনো বল গড়ায়নি মাঠে। বিশ্বকাপের মজা নষ্ট করছে বেরসিক বৃষ্টি। একটি বিষয় জানিয়ে রাখা ভালো, এর আগে বিশ্বকাপের এক আসরে এত বেশি ম্যাচ কখনোই বৃষ্টিতে পণ্ড হয়নি। তাই এবারের বিশ্বকাপ নষ্ট করছে উন্মাদনা, কমাচ্ছে জৌলুস। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাঁচদিন পর। রোডসের মতে, দীর্ঘ বিরতির বিরতিতে একদিনের রিজার্ভ ডে রাখা গেলে মন্দ হতো না।  ‘আমি জানি, এই মুহূর্তে বৃষ্টির ভাবনায় আয়োজকদের মাথায় ভাঁজ। তবে আমাদের ম্যাচগুলোর মাঝে পর্যাপ্ত বিরতি রয়েছে। আমরা যদি একদিন ভ্রমণের জন্যও রাখি তারপরও রিজার্ভ ডে রাখা সম্ভব। প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ।  দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ, দর্শকদের জন্যও। তারা টিকিট কেটে খেলা দেখতে এসেছে। তাতে তাদেরও উপকার হতো যদি তারা একদিন পর খেলাটা উপভোগ করতে পারত’ – বলেছেন রোডস।  আইসিসির নিয়ম অনযায়ী, বৃষ্টির কারণে কোনো ম্যাচ ১৫ ওভারের আগে পণ্ড হলে ম্যাচের টিকিটের অর্থ পুরোটাই ফেরত পাবেন দর্শকরা। সেক্ষেত্রে আজকের ম্যাচের টিকিটের টাকা পুরোটাই পাবেন দর্শকরা। দর্শকদের কথা ভেবে আইসিসি এ সুবিধার কথা চিন্তা করলেও বিশ্বকাপের ম্যাচ নিয়ে আপাতত কোনো ভাবনা নেই।   প্রকৃতির ওপর কারো হাত নেই। বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। পেছনের কথা ভুলে সামনের পাঁচ নিয়েই ভাবছেন বাংলাদেশ কোচ, ‘আমাদের আবহাওয়ার ওপর কী করার আছে। আমরা এখন যা করতে পারি, সামনের ম্যাচগুলোতে একটি করে জয় এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতা। এটাই আমাদের একমাত্র কাজ। ’ 

   

রাইজিংবিডি/ব্রিস্টল/১১ জুন ২০১৯/ইয়াসিন/পরাগ