ইয়াসিন হাসান ইংল্যান্ড থেকে

সাকিবের আরেকটি সেঞ্চুরি, ভাঙলেন মাহমুদউল্লাহর রেকর্ড

টনটন থেকে ক্রীড়া প্রতিবেদক : দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছেন আরেকটি সেঞ্চুরি।  ভেঙেছেন রেকর্ড। বিশ্বকাপের গত আসরে মাহমুদউল্লাহ রিয়াদের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে সাকিব উঠেছেন শীর্ষে।  ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ ৬ ম্যাচে করেছিলেন ৩৬৫ রান।  সাকিব প্রথম তিন ম্যাচে তুলে নিয়েছিলেন ২৬০ রান।  প্রথম দুই ম্যাচে দুই হাফ সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। আজ টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলে নিয়েছেন আরেকটি সেঞ্চুরি। ৪০ বলে হাফ সেঞ্চুরি পাওয়া সাকিব সেঞ্চুরিতে পৌঁছান পরবর্তী ৪৩ বলে। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার নবম সেঞ্চুরি।  এ ইনিংস খেলার পথে সাকিব আজ ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান।  বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পৌঁছান এ ল্যান্ডমার্কে।  এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে উইকেট নিয়ে সাকিব ছুঁয়েছিলেন ২৫০ উইকেটের মাইলফলক। ।  দুইয়ে থাকা ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ৩৪৩ রান।