ইয়াসিন হাসান ইংল্যান্ড থেকে

সাইফউদ্দিনকে নিয়ে গণমাধ্যমের রিপোর্ট মিথ্যা : কোচ

সাউদাম্পটন থেকে ক্রীড়া প্রতিবেদক : পুরোদমে রোববার অনুশীলন করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের পেস অলরাউন্ডার সোমবার আফগানিস্তান ম্যাচে ফিরবেন। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ উইকেট পাওয়া সাইফউদ্দিনের ব্যাটিং-বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। কাঁধের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি। আজ অনুশীলনে স্বাভাবিক বোলিং, ব্যাটিং সব করেছেন। ফিল্ডিংয়েও ছিলেন প্রাণবন্ত। তবে তার শারীরিক ভাষায় ছিল না পুরোনো জৌলুস। মানসিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছেন বলে মনে হয়েছে। এর পেছনে বড় কারণও রয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচের পর গুঞ্জন ওঠে, সাইফউদ্দিন কাঁধের চোটকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নিজ থেকে না খেলার সিদ্ধান্ত নেন। টিম ম্যানেজমেন্টকে নিজ থেকে জানান, কাঁধের চোটে খেলবেন না! গুঞ্জন ওঠার পাশাপাশি গণমাধ্যমে এরকম একটি খবর প্রকাশ পায়। এ নিয়ে টিম ম্যানেজার, প্রধান নির্বাচককে গণমাধ্যমে কথাও বলতে হয়। আজ কোচ স্টিভ রোডসও বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, চোটের কারণেই সাইফউদ্দিন খেলেননি। গণমাধ্যমে যে খবর এসেছে, তা মিথ্যা। ‘প্রথমত, সাইফউদ্দিনের বর্তমান অবস্থা ভালো। তার বিশ্রামের প্রয়োজন। তার পিঠের সমস্যা তাকে অনেক ভোগাচ্ছে। এটাই মূল কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তার না খেলার। শারীরিক সমস্যার কারণেই তাকে খেলানো হয়নি। তাকে দিয়ে বোলিং করানো যেত না। আপনি তো এমন কোনো বোলারকে খেলাবেন না যে কিনা বোলিং করতে পারবে না!’   গণমাধ্যমে সাইফউদ্দিনের বিষয়টি প্রকাশ হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, এমনটা দাবি অনেকের। অনুশীলনে তাকে আজ প্রাণবন্ত মনে হয়নি।  এ ছাড়া টিম ম্যানেজমেন্ট সাইফউদ্দিনের রিপ্লেসমেন্ট চাচ্ছে, এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। সব মিলিয়ে শেষ দুদিন সাইফউদ্দিনের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। গণমাধ্যমকে সত্য-মিথ্যা যাচাই করে খবর প্রকাশের অনুরোধ করেছেন কোচ। ‘তার মানসিক অবস্থা...এটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে, তা পুরোপুরি মিথ্যা। বলা হচ্ছে, অধিনায়ক মাশরাফি, প্রধান নির্বাচকের সঙ্গে আমার একটা মিটিং করা হয়েছে সাইফউদ্দিনের রিপ্লেসম্যান্ট নিয়ে। সত্যি বলতে এরকম কোনো মিটিং হয়নি। ’ ‘কোনো খেলোয়াড়ের সততা নিয়ে প্রশ্ন তোলার আগে একটি বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি শতভাগ নিশ্চিত হয়ে কাজটি করছেন। এই রুমে (সংবাদ সম্মেলেনে) আমি সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। এখানে বেশিরভাগ বাংলাদেশি সাংবাদিক আছেন। আছেন স্টাফরাও। আমরা অনেক ভালো ফল পেতে মুখিয়ে আছি।’ ‘মিথ্যা কোনো খবর যেকোনো খেলোয়াড়কে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়।  নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের জন্য এটা অনেক কঠিন।  পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কঠিন। আমি এ বিশ্বকাপ জিততে কঠিন চ্যালেঞ্জ নিয়েছি।  এজন্য আমাদেরকে চূড়ায় উঠতে হবে।  এরকম কোনো তথ্য আপনাদের কাছে আসার পর এবং আপনি পত্রিকায় লেখার আগে অবশ্যই তা যাচাই করে নেবেন।’ বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে এসে রান আটকে রাখছেন এ পেসার।  অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইনফর্ম সাইফউদ্দিনকে খুব করে চাচ্ছিলেন অধিনায়ক। কিন্তু কাঁধের চোট সেই সুযোগটি দেয়নি। ভালো খবর হচ্ছে, পুরোনো কাঁধের চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে ফিরছেন এ পেস অলরাউন্ডার।

   

রাইজিংবিডি/সাউদাম্পটন/২৩ জুন ২০১৯/ইয়াসিন/পরাগ