ইয়াসিন হাসান ভারত থেকে

‘হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক কিছু’

ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারের একটাই উপলদ্ধি,‘ভারতের এ দলটাকে হারানো সম্ভব।’ সিরিজের দুটি ম্যাচ এখনও রয়েছে। 

ভারতের মাটিতে সিরিজ জয়ের সুযোগ সব সময় আসবে না! লিডে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের বড় সুযোগও আছে। সেই সুযোগটি নিতে মুখিয়ে বাংলাদেশ। ভারতের মাটিতে এখন পর্যন্ত চারটি দল টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। 

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এশিয়ার সবগুলো দলই ভারতে সিরিজ খেলেছে। কিন্তু জিততে পারেনি কেউ।  এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের।

অধিনায়ক মাহমুদউল্লাহ সুযোগটি কাজে লাগাতে বদ্ধপরিকর,‘অবশ্যই এটা দুর্দান্ত সুযোগ। যখন আপনি প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকবেন, তখন সব সময়ই ভালো সুযোগ থাকে। ছেলেরাও উদ্যমী হয়ে আছে ভালো কিছু করতে। আশা করি কাল ভালো কিছু করে দেখাতে পারব।’

সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, তাদের হারানোর কিছু নেই।  মাহমুদউল্লাহ দ্বিতীয় ম্যাচের আগে জানালেন এখন টি-টোয়েন্টি সিরিজ থেকে পাওয়ার আছে অনেক কিছু,‘শুরুতে আমাদের উপর আসলে কোন চাপ ছিল না। এখানে আমাদের হারানোর কিছু ছিল না। পাওয়ার ছিল অনেক। কালও (আজও) তেমনকি আমাদের পাওয়ার থাকবে অনেক। আমরা আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলব।’

বাংলাদেশ ক্রিকেটের অস্থিরতার পর ভারতের বিপক্ষে জয় স্বস্তি এনে দেয়। মাঠের পারফরম্যান্স, ক্রিকেটারদের আন্দোলন ও সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ নেমে আসে বড় ঝড়।  

টালমাটাল এ সময়টার মাঝে ভারতের বিপক্ষে জয়টা বিশাল গুরুত্বের বলে মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ, ‘বাংলাদেশের ক্রিকেটে যা হলো গত ক’দিনে! সেদিক থেকে এমন একটা সিরিজ জেতা দারুণ প্রেরণাদায়ক হবে বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশ দলের জন্য। ভারতকে হারাতে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে বটে। আমরা জানি, তারা খুব ভালো দল। ঘরের মাঠে এবং সবখানেই।’ রাজকোট/ইয়াসিন/আমিনুল