ইয়াসিন হাসান ভারত থেকে

বাংলাদেশ ‘অঘটন’ ঘটাতে পারে, সতর্ক ভারত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে। দুই দশকে পা দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ। এবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবারও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে ভারতকে।

ইন্দোরে দুই দল বৃহস্পতিবার নামবে সাদা পোশাকের লড়াইয়ে। রঙিন পোশাকে বাংলাদেশ ভারতের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করলেও সাদা পোশাকে দুই দলের ব্যবধান বিস্তর। ভারত এখন বিশ্বের এক নম্বর টেস্ট দল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয়ে।

শুধু র‌্যাঙ্কিং নয়, দুই দলের মাঠের ক্রিকেটে পার্থক্য আকাশ-পাতাল। ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য। বিরাট কোহলির দল আগ্রাসন দেখিয়ে যাচ্ছে প্রতিপক্ষকে। ঘরের মাঠে ভারত জিতেছে টানা ১১টি টেস্ট সিরিজ। সেখানে সাকিব, তামিম বিহীন বাংলাদেশকে নিয়ে তেমন ভাবনার কথা নয় টিম ইন্ডিয়ার।

তবে অজিঙ্কা রাহানে জানালেন ভিন্ন কথা। ভারতের মিডল অর্ডারের এই ব্যাটসম্যান মনে করেন, বাংলাদেশ দলগতভাবে পারফর্ম করলে মাঠে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ দেখেন না রাহানে।

মঙ্গলবার অনুশীলনে যোগ দেওয়ার আগে রাহানে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সংবাদ সম্মেলনে। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কেমন? এমন প্রশ্নের উত্তরে রাহানে সমীহ করলেন মুমিনুল হকের দলকে, ‘বাংলাদেশ অবশ্যই ভালো দল। তারা পরিপূর্ণ দল। দলগতভাবে খুব ভালো পারফর্ম করে। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছি। তার মানে এই নয় যে আমরা বাংলাদেশের বিপক্ষেও ভালো করব। আমরা বর্তমানে থাকতে পছন্দ করি। তাই বাংলাদেশকে নিয়েই এখন আমাদের ভাবনা।’

২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট যাত্রা শুরুর পর বাংলাদেশ ভারতের মাটিতে টেস্ট খেলেছে মাত্র একটি। ২০১৭ সালে বাংলাদেশ ভারত সফর করেছিল। হায়দরাবাদে সাকিব, তামিমকে নিয়ে মাঠে নামার পরও বাংলাদেশ ম্যাচ হেরেছিল ২০৪ রানের বিশাল ব্যবধানে। এবার ম্যাচটা ইন্দোরে। ভারত শিবিরে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও বাংলাদেশ দলে মুশফিক ও মাহমুদউল্লাহ বাদে সিনিয়র কেউই নেই।

শক্তিমত্তায় পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচে কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? রাহানের সোজাসাপটা উত্তর, ‘আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশ আমাদের ওপর চড়াও হয়ে উঠতে চাইবে। তারা তাদের সেরাটা দিতে চাইবে এবং টেস্ট ম্যাচ জিততে চাইবে। বিশেষ করে সিরিজে অবশ্যই ভালো কিছু করে দেখাতে চাইবে। এজন্য বলছি, প্রতিপক্ষ হিসেবে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করছি এবং আমরা আমাদের খেলায় মনোযোগী। বাংলাদেশ আমাদের কাছে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। পাশাপাশি মনে করিয়ে দিতে চাই, তারা যেকোনো সময়ে অঘটন ঘটাতে পারে। এজন্য তাদেরকে নিয়ে আমরা সতর্ক।’

‘টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা ম্যাচ কাউন্ট হবে। তাই কোনো ছাড় নয়। আমরা নিজেদের খেলায় মনোযোগী। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক। তাতেই হবে। দলগতভাবে পারফর্মের পাশাপাশি যদি আমরা নিজেদের সঙ্গ উপভোগ করি, তাহলে আমাদের পক্ষে ফল আনা অসম্ভব কিছু নয়’- বলেছেন রাহানে। ইন্দোর/ইয়াসিন/পরাগ