ইয়াসিন হাসান ভারত থেকে

‘বৈষম্য’ দেখেন না মুমিনুল

টেস্ট চ্যাম্পিয়নশিপে উড়ছে ভারত। একদম ধরা-ছোঁয়ার বাইরে। ৬ টেস্টে তাদের পয়েন্ট ৩০০। সেখানে বাংলাদেশ একটি টেস্ট খেলে পায়নি কোনো পয়েন্ট। শুধু পয়েন্টের হিসাবেই নয়, শক্তিমত্তায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ দলে এ মুহূর্তে সিনিয়র ক্রিকেটার বলতে মুশফিক ও মাহমুদউল্লাহ। সবচেয়ে বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই। আর ভারতীয় দল তারকায় ঠাসা। এমন একটি দলের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলার অপেক্ষায়। শুক্রবার শুরু হচ্ছে দুই দলের গোলাপি বলের টেস্ট। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের কাছে প্রশ্ন ছিল গোলাপি বলে ভারত ও বাংলাদেশের লড়াইটা বড় বৈষম্য হচ্ছে কি না?

ম্যাচের আগের দিন মুমিনুল বললেন, ‘আমার কাছে মনে হয় প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। টেস্টে যদি দর্শক ফেরাতে চান তাহলে গোলাপি বল ভালো কাজে দিবে বলে আমার মনে হয়। আমার কাছে কোনোভাবে বৈষম্যের কিছু মনে হচ্ছে না। ’

ইন্দোরে তিন দিনে ম্যাচ হারা বাংলাদেশ চায় কলকাতায় নিজেদের সেরা ক্রিকেট উপহার দিতে। মুমিনুল হকের কন্ঠে আত্মবিশ্বাসের সুর, ‘আমি সব সময় জেতার জন্যই খেলব। এই প্রস্তুতি নিয়েই নামি। প্রথম টেস্টে যে ভুলগুলো আমি করেছিলাম, সেটা কম করার চেষ্টা করব। সেশন বাই সেশন ব্যাটিং করার চেষ্টা করব। বোলারদের বলব সেশন বাই সেশন ভালো বোলিং করতে।’

গোলাপি বলে খেলা হওয়ায় বাড়তি রোমাঞ্চ থাকলেও মুমিনুল পুরোপুরি মনোযোগী নিজেদের খেলায়, ‘আমরা ক্রিকেটই খেলব। রোমাঞ্চ কাজ করছে গোলাপি বলে খেলব বলে। তবে মূল রোমাঞ্চ ক্রিকেট নিয়েই।’

আগের দিন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছিলেন, দিনের আলোয় গোলাপি বল বড় কোনো পার্থক্য তৈরি করতে পারবে না। রাতের আলোয় গোলাপি বল খেলা হবে চ্যালেঞ্জিং। 

মুমিনুলও একই কথা শোনালেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, ‘আমার কাছে মনে হয় গোলাপি বল অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কৃত্রিম আলোর কারণে। যে উজ্জ্বলতা থাকে সেটা আলোর কারণে অনেক সময় ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। ফিল্ডিংও একটু চ্যালেঞ্জিং হবে। সব মিলিয়ে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে একটু চ্যালেঞ্জ হতে পারে। ব্যাটিংয়ে যদি মনোযোগ না থাকে তাহলে অনেক কঠিন হবে। শতভাগ ফোকাস থাকতে হবে। প্রত্যেকটি বল দেখে শুনে খেলতে হবে। তাহলে ভালো করা সম্ভব হবে।’ কলকাতা/ইয়াসিন/পরাগ