জেলা পরিষদ নির্বাচন

নাটোরে চেয়ারম্যানসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান খান, তিনজন  সংরক্ষিত নারী সদস্য ও অপর ছয়জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  হয়েছেন।

 

অপর কোনো প্রার্থী না থাকায় এই ১০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, নাটোর জেলা পরিষদের প্রাক্তন  প্রশাসক ও নাটোর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

এ ছাড়া নারী সংক্ষিত ১ নং ওয়ার্ডে অ্যাডভোকেট মানষী মৈত্র, ২ নং ওয়ার্ডে মোছা. আঞ্জুয়ারা পারভীন ও ৫নং ওয়ার্ডে ফরিদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

অপর দিকে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সালাউদ্দিন, ২নং ওয়ার্ডে রায়হান কবির, ৩নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৭নং ওয়ার্ডে আলী আকবর, ১২ নং ওয়ার্ডে বদিউর রহমান ও ১৫ নং ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

 

রিটার্নি অফিসার ও নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, এ সকল প্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, নাটোর জেলা পরিষদ নির্বাচনে ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

   

রাইজিংবিডি/নাটোর/১৩ ডিসেম্বর ২০১৬/এম এম আরিফুল ইসলাম/রুহুল