জেলা পরিষদ নির্বাচন

রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী জেলা পরিষদের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী সরকার।

 

আনারস প্রতীক নিয়ে নির্বাচনে তিনি পেয়েছেন ৭৪২ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫ ভোট। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বুধবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এই ফল ঘোষণা করেন।

 

মোহাম্মদ আলী সরকার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও সার্ক চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

   

রাইজিংবিডি/রাজশাহী/২৮ ডিসেম্বর ২০১৬/তানজিমুল হক/রিশিত