জেলা পরিষদ নির্বাচন

দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন ৩ ভোট

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন এক ভোট।

 

আরেক স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন দুই ভোট। দুই চেয়ারম্যান প্রার্থীর তিন ভোট পাওয়া নিয়ে মানিকগঞ্জে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

 

কাজী রফিকুল ইসলাম বলেন, তার ভোটটি প্রস্তাবক, নাকি সমর্থনকারী দিয়েছেন- সেটি বড় কথা নয়। সরকার একটা ভালো নির্বাচন উপহার দিয়েছে এটাই বড় কথা। প্রার্থী হতে হলে মনোনয়নপত্রে একজন ভোটারকে প্রস্তাবক এবং একজন ভোটারকে সমর্থনকারী হতে হয়।

 

স্বাধীনতার পরে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন মফিজুল ইসলাম খান কামাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেন। বর্তমানে তিনি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। এবার জেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মাত্র দুই ভোট পেয়েছেন।

 

মফিজুল ইসলাম খান কামাল হয়ত তার প্রস্তাবক ও সমর্থনকারীর ভোট পেয়েছেন, কাজী রফিকুল ইসলাম তাও পাননি।

   

রাইজিংবিডি/মানিকগঞ্জ/২৮ ডিসেম্বর ২০১৬/আশরাফুল আলম লিটন/বকুল