ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দীর্ঘকবিতা

সাদা স্বপ্নে ফেরিওয়ালা

সাকিরা পারভীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাদা স্বপ্নে ফেরিওয়ালা

তুমিও চলে গেছ ভিড়ের সিন্ধুতে তুমিও চলে গেছ তীর্থহাট

তুমিও চলে গেছ অচেনা বিন্দুতে তুমিও ভেঙে দিলে হৃদকপাট

তুমিও তদ্রূপ নরম বালিকণা নগ্ন হতে পারো চড়ুই ফুল

তুমিও বলে গেছ শরম কানা ভোলা গহন চরে দানা ছড়াও ভুল

তুমিও কাঁথা ফুঁড়ে সুতোর ধাকা টানো সময় শূলে গাঁথ ঐকতান

তুমিও ভোর হতে রাত্রি করাতের মরণ সম্ভারে সুখের টান

তুমিও জীবনের যন্ত্র যমদূত পথের মাথা কেটে শূলে চড়াও

তুমিও নিষাদের বিন্দু ধূলিমাখা রথের যাত্রায় হোঁচট খাও

তুমিও পরাজিত অবেলা গল্পরা শব্দ খুঁজে খুঁজে সিঁদকাটা

তুমিও রচনার অচেনা কার্পাসশূন্য উড়ে উড়ে নীরবতা

তুমিও কাফনের বিরহী কর্পূর সুলভ নর্তকী দুনিয়া ভর

তুমিও জেনে গেছ কপোলে কার্তিস ভোরের পাতাভরা নুন সাগর

তুমিও বিলাপের শঙ্খচিল ডানা নিকট দূরবীনে সরল নিম

তুমিও দরজার কোণায় ধূলিমাখা জড়ানো জীবনের বিবসা হিম

তুমি কি দেবদূত যমের বান্ধব তুমি কি মরণের কুহক নীল

তুমি কি বৃষ্টির দহন কোলাহলে সক্রেটিস নাকি ক্যামুর তিল...

তুমি কি ঘিনঘিনে গন্ধ দেহ শুকে টিকিট কেটে বসা পোস্ট অফিস

তুমি কি ঠিকানার অভ্র তিতাস্বাদ কাকের ঠোঁটজুড়ে দোয়েল শিস

তুমি কি সুপারির স্বস্তি খুলে খুলে মাটিতে নৌকার দাঁড় টানা

তুমি কি বিহ্বল ভায়রো বিস্তারে বিস্মৃত পালকের গুণটানা

তুমিও পাথরের সবুজ তিরতির ঠান্ডা সকালের নিদেন কাল

তুমি কি চাতকের নামাজে জানাযায় তুমি কি মগজের পিঁপড়ে থাল

তুমি কি পদব্রজে ভীষণ বিলাসিতা কৃঞ্চকলি প্রিয় সাপের ডিম

তুমি কি কুহুকুহু ঘোরানো মার্বেল গানের মাচাভরা হলুদ শিম

তুমি কি ঘেউঘেউ ক্ষুধায় মোচড়ানো তুমি কি সুন্দর চালের দাম

তুমি কি কবিতার সঙ্গে বসবাসে যক্ষপুরি মদ মদিরা কাম

তুমি কি উন্মাদ করোনা মহামারি তুমি কি প্রেগন্যান্ট বমি বমি

তুমি কি নমরুদ কার্টুন ছবিয়াল তুমি কি ঈশ্বর নমি নমি

তুমি কি গোলাপের গোলাপি মাস্তুল মধ্য গগণের সুরেলা চাঁদ

তুমি কি নদীভাঙা চন্দ্রমল্লিকা তুমি তো মৃত্যুর ধারালো ছাদ

তুমি কি ঘুম ঘোরে জীবাণু যুদ্ধের তুমি কি পায়রার গরম পা

তুমি কি হলিউড পৃথিবী সিনেমায় নিপুণ অভিনেতা মুগ্ধ ঘা...

তুমি কি জগতের যজ্ঞ সুহাসিনী গলাধঃকরণের মন্ত্রবীজ

জানালা হুকে ঢুকে ঘুরছে ছোট জামা তুমি কি নিয়েছিলে বাগান লিজ

নদীরও কথা ছিল বনেরও ব্যথা ছিল পাহাড়ে বরফেরা হাভাতে খুব

তুমি কি বোঝ নাই গান্ধিপোকা ঝিল আকাশ মেঘ পোড়ে নিঝুম চুপ

তুমি কি তালপাতা পাখার অক্ষরে তুমি কি দুপুরের আমের ঝোল

তুমি কি তিলতিশি ফরিদা খানমের গজল বেজে ওঠা দরাজ ঢোল

তুমি কি চতুরতা গোপনে দেশালের দরদ দমে দমে দগ্ধ ভূত

তুমি কি বুর্জোয়া নয়নতারা ফুলে তুমি কি কুকুরের ধুতুরা মুত

তুমি বাগানের নোয়ানো বেতফুল তুমি কি হারানের মরা বাছুর

তুমি কি কালশিটে বুকের বকফুল তুমি কি সন্দেহ চাতক দূর

তুমি কি বেকসুর হালিমা বেগমের পদ্মনাভি তুমি কেহ্নোগাছ

তুমি কি নন্দিত নেত্রী জননেতা তুমি কি রাঘবের খ্যামটা নাচ

তুমি কি তন্দুরি জগৎ মথুরার তুমি কি কুবরিক ধনুক তীর

তুমি কি সংকেত অশনি ফিরে দেখা তুমি কি মহাকালে নষ্টনীড়

তুমি কি রাত্রির কষ্ট কেটে খাওয়া রাত্রি পুষে রাখা মগ্নমন

তুমি কি অন্ধের যষ্টি মধুপোকা তুমি কি বৈতালী হৃদকাঁপন...

তুমি কি আগরের নম্র কারাগার পিতার পৈথানে পুত্র গোর

তুমি কি কবরের শুদ্ধ মাটিদানা তুমি কি জমদূত আমি কি তোর

তুমি কি পিটারের শূন্য মঞ্চ তুমি কি পম্পেই তুমি কি সেই

তুমি কি সাদা ছড়ি অন্ধ দেহঘড়ি দালিকে ডাকি তবে পিকাসো নেই

তুমি কি নূহ নবী তুরাগ পাহাড়ের তুমি কি চোখপোড়া সুরমাদান

তুমি কি রাসুলের খেজুর পাতা পাটি তোমাতে বিধৃত কি আনচান

তুমি কি প্রজাপতি সুতোয় রং করা তুমি কি ভয়ানক ভয়ঙ্কর  

তুমি কি আনাগোনা তিক্ত কালোনদী তুমি কি বুকজুড়ে হাঁ ওঙ্কার

তুমি কি বুক শপ জব্দ বুকে পিঠে হলুদ ঝুটিবাঁধা ময়ূর নাচ

তুমি কি কবরের স্তব্ধ নীরবতা দরদি জল্লাদ টুকরো কাচ

তুমি কি নিমফুল আটকে দিতে পারো তুমি কি মহামারি হিম সাগর

তুমি কি মাছিওড়া গন্ধ বুকচাবি তুমি কি দোজখের শেষ নোঙর

তুমি কি বিন্দুর বৃন্ত বিন্যাসে তুমি কি সুন্দর পোড়া সেতার

তুমি কি অপবাদ সীতার কুণ্ডলী নীরব সংযোগে নীল বেতার

তুমি কি প্রতাপের পঞ্চব্যঞ্জন তুমি কি নতুনের জন্মফুল

তুমি কি দিলখোশ শুক্লা পক্ষের মুক্তি মার্ক্সবাদ নাৎসি ভুল

তুমি কি কৈলাশ গীতি ও বিতানের তুমি কি ঘাসফুলে দীর্ঘশ্বাস

তুমি কি দেখাবে না সরিষা ফুলে ফুলে তুমি কি মধুচোরা হায়-হুতাশ

তুমি কি কুলখানি হাজার দরুদের সাগরে ভেসে ওঠা মরুদ্যান

তুমি কি হাল্লাজ শানানো মনসুর কিতাবি ভালোবাসা আল তাহসান


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়