ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন ‘ক্লিক’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৭ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন ‘ক্লিক’

ক্লিক ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ১৬ জুন মঙ্গলবার রাতে চট্টগ্রামের শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’ এর প্রকাশনা ও ক্লিক ঈদ ফ্যাশন উৎসব। লেখক ও সাংবাদিক জালালউদ্দিন সাগরের সম্পাদনায় ‘ক্লিক’ চট্টগ্রাম থেকে প্রকাশিত লাইফস্টাইল ও ফ্যাশন বিষয়ক প্রথম ম্যাগাজিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের সকলের কাছে পরিচিত করে তুলতে লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’ অগ্রণী ভুমিকা রাখতে পারে।’ 

 

তিনি আরো বলেন, ‘সাংবাদিকরাই সমাজের পথ প্রদর্শক। লিখনী শক্তির মাধ্যমে লেখক ও সাংবাদিকরাই পারে যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে।’

 

ফটোগ্রাফার আরাফাত রূপকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লিকের উপদেষ্টা সম্পাদক মণ্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাদব দীপ, ফ্যাশন ডিজাইনার আহমেদ নেওয়াজ, রওশন আরা চৌধুরী, শাহতাজ মুনমুন, এইচএম ইলিয়াস, নুজহাত নূয়েরী কৃষ্টি, শাহানা বেগম, সায়মা সুলতানা, আরটিভি ব্যুরো প্রধান দিদারুল আলম বাবু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামসেদ চৌধুরী প্রমুখ।

 

চট্টগ্রাম থেকে প্রকাশিত সবগুলো প্রকাশনাই নাগরিক সচেতনতায় ব্যাপক ভুমিকা রাখছে উল্লেখ করে ক্লিক ম্যাগাজিনের প্রকাশনা উৎসবের বিশেষ অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম থেকে প্রকাশিত লাইফস্টাইল ম্যাগাজিনের সংখ্যা নেই বললেই চলে। ম্যাগাজিনটির সম্পাদক জালালউদ্দিন সাগর চট্টগ্রাম থেকে লাইফস্টাইল ম্যাগাজিন প্রকাশের যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে আমি স্বাগত জানাই।’

 

বিশেষ অতিথি মাহমুদা বেগম বলেন, ‘যে লক্ষ্য নিয়ে ক্লিক প্রকাশিত হয়েছে সে লক্ষ্য পুরণে এগিয়ে যাবে ক্লিক পরিবার এই আমার প্রত্যাশা।’

 

স্বাগত বক্তব্যে মাদপ দীপ বলেন, ‘যে কোনো প্রকাশনাই পাঠক সমাজ পরিবর্তন ও সচেতনতায় ব্যাপক ভূমিকা রাখে। ক্লিক পরিবারের সদস্যদের লিখনী শক্তির মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে মানুষ নতুন ভাবে উপলব্ধি করবে।’

 

চট্টগ্রাম ডিজাইনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে এই ধরনের একটি ম্যাগাজিন প্রকাশ করা সাহসী উদ্যোগ। ক্লিক নিয়মিতভাবে প্রকাশ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

চট্টগ্রামের প্রকাশনা জগত অনেক শক্তিশালী উল্লেখ করে ক্লিকের সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, ‘সামান্য পৃষ্ঠপোষকতা পেলে চট্টগ্রাম থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিহাস পাঠকদের কাছে তুলে ধরতেই লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিক প্রকাশিত হয়েছে।’

 

মোড়ক উম্মোচনের পর বর্ণাঢ্য ঈদ ফ্যাশন উৎসবে ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর আলোর কোরিওগ্রাফিতে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারদের পোষাক পড়ে মঞ্চে র‌্যাম্প প্রদর্শন করেন মডেলরা। এ ছাড়া উৎসবে নৃত্য পরিবেশন করেন সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীরা।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জুন ২০১৫/রেজাউল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়