ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কে ২ জিরাফের মৃত্যু

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু সাফারি পার্কে ২ জিরাফের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জিরাফ মারা গেছে।

বুধবার সকালে ওই দুটি জিরাফ মারা গেছে বলে জানা গেছে। এরপর থেকে দর্শণার্থীদের জন্য পার্কের ‘কোর সাফারি পার্ক’ এলাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. সামসুল আজম দুটি জিরাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কি কারণে জিরাফ দুটি মারা গেছে তা পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হচ্ছে। তার রেজাল্ট পেলে বলা যাবে।

তিনি আরো জানান, এখন দর্শণার্থীদের জন্য ‘কোর সাফারি পার্ক’ এলাকা বন্ধ রাখা হয়েছে। দুটি জিরাফের মৃত্যুর পর এখন পার্কে আটটি জিরাফ রয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে দুটি মাদী (স্ত্রী) জিরাফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের খবর দেওয়া হয়। বুধবার দুপুরে ওই চিকিৎসকরা পার্কে পৌঁছানোর আগেই সকালে জিরাফ দুটি মারা যায়। 

জানা গেছে, জিরাফ দুটি মৃত্যুর কারণ নির্ণয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি মেডিসিন বিভাগের প্রফেসর ড. আব্দুর রহমানকে প্রধান করে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এখন পার্কের অন্যান্য এলাকায় দর্শণাথীদের প্রবেশ করতে দেওয়া হলেও ভেতরের ‘কোর সাফারি’ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।



রাইজিংবিডি/ গাজীপুর / ১৭ মে ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়