ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জ শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জ শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

হবিগঞ্জ প্রতিনিধি : টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হবিগঞ্জ পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে শহরবাসীকে জলাবদ্ধতায় পড়তে হয়। এতে স্থানীয়রা পানিবন্দি হয়ে পড়েন।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে শহরের অনেক এলাকায় পানি জমে যায়। গুরুত্বপূর্ণ সার্কিট হাউজ এলাকা, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়, শায়েস্তানগরের ভেতরের রাস্তা, টাউন মডেল সরকারি বালক ও বালিকা স্কুলের রাস্তা, নোয়াহাটি, নাতিরপুর, বাতিপুর, গানিংপার্ক, টাউন হল রোড, প্রধান সড়কের পোস্ট অফিস থেকে চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট, চৌধুরী বাজার কাঁচামাল হাটা, কামারপট্টিসহ বহু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এসব এলাকা দিয়ে পথচারীদের হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়েছে। পঁচা পানি দিয়ে চলার কারণে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

হবিগঞ্জ শহরের গানিংপার্ক এলাকার বাসিন্দা নাজমুল হক জানান, টানা দেড় ঘণ্টা বৃষ্টিতে গানিংপার্ক এলাকায় ড্রেন ডুবে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে তাদের হাঁটু পানি ভেঙে চলাচল করতে হচ্ছে। তিনি বলেন, এখানে নিয়মিত ড্রেন পরিষ্কাসহ পরিকল্পিত উদ্যোগ নিলে জলাবদ্ধতা থাকবে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, হবিগঞ্জ শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভর্তি। বিভিন্ন স্থানে ড্রেনে মাটি ফেলা হচ্ছে। শুধু তাই নয়, হবিগঞ্জ শহরের পানি বের হওয়ার খোয়াই নদী, রেল লাইন সড়কের খাল দখল হয়ে গেছে। যে কারণে জলাবদ্ধতার শিকার হয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন করতে হলে খোয়াই নদীসহ পানি চলাচলের খালগুলো দখলমুক্ত করতে হবে। পাশাপাশি ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।



রাইজিংবিডি/হবিগঞ্জ/১ জুন ২০১৭/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়