ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতীবান্ধায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

লালমনিরহাট-১৫ বিজিবির পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ জানান, ভোরে কয়েকজন ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। এ সময়  জলাপাইগুড়ির ফালাকাটা-১০০ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।



রাইজিংবিডি/লালমনিরহাট/৬ জুলাই ২০১৭/মোয়াজ্জেম হোসেন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়