ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মায় ট্রলারডুবি : নিখোঁজ ৩

মো. জামাল মল্লিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মায় ট্রলারডুবি : নিখোঁজ ৩

শরীয়তপুর প্রতিনিধি : জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি  পদ্মা নদীতে ট্রলার ডুবে দুই শিশু ও এক নারী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- রুমান খালাসী (১৪), ট্রলার চালক দেলোয়ার হোসেনের মেয়ে আয়েশা বেগম (২) ও উত্তর ডুবলদিয়া গ্রামের মৃত্য জবেদ আলী আকনের স্ত্রী শিরিন বেগম (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ মজিদ শাহ মাজার থেকে ট্রলারে ১৪ জন যাত্রী নিয়ে জাজিরা যাওয়ার পথে পদ্মা নদীর ঈশ্বরকাঠি পৌঁছলে জ্বালানি শেষ হয়ে যায়। এ সময় পানির স্রোতে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৪জন যাত্রীর মধ্যে ১১ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিশুসহ তিনজন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিরা জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ধলু আকনকান্দি গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দীন বলেন,  পদ্মা নদীতে ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে। আমরা তাদের উদ্ধারে  চেষ্টা করছি।



রাইজিংবিডি/শরীয়তপুর/১০ আগস্ট ২০১৭/মো. জামাল মল্লিক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়