ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে চুয়াডাঙ্গায় স্বামীর মৃত্যুদণ্ড

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রী হত্যার দায়ে চুয়াডাঙ্গায় স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সংবাদদাতা : স্ত্রী হত্যার দায়ে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্বামী মামুন আলীর মৃত্যুদণ্ড দিয়েছে। একইসঙ্গে আদালথ ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছে।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের  বিচারক মো. জিয়া হায়দার এ  রায় ঘোষনা করেন।

মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের আশুব্বার আলীর ছেলে মামুন আলীর সঙ্গে একই উপজেলার চিৎলা পশ্চিমপাড়ার সাগরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন তার স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি করে আসছিলো। ওই দাবি মেটাতে না পারায় মামুন তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে রেখে যায়।

এ ঘটনায় সাগরীর বাবা রহিম বক্স বাদী হয়ে মামুন আলীসহ চারজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি দামুড়হুদা মডেল থানায় মামলা করেন।  মামলার তদন্ত শেষে দামুড়হুদা মডেল থানার এসআই মোতাল্লিব সরকার তিনজনকে অব্যাহতি দিয়ে মামুন আলীকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

        


রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/১৬ অক্টোবর ২০১৮/এম এ মামুন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়