ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে ওয়েল ফুডের কারখানায় মানহীন সেমাই!

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ওয়েল ফুডের কারখানায় মানহীন সেমাই!

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে ওয়েল ফুডের কারখানায় উচ্চ আদালতে ঘোষিত মানহীন সেমাই মজুত করে রাখা হয়েছে। একই সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত করা হচ্ছে খাদ্য সামগ্রী। বুধবার দুপুরে দক্ষিণ সুরমার গোটাটিকরে বিসিক শিল্প নগরীতে এ প্রতিষ্ঠানের কারখানায় অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার জানান, পবিত্র রমজান মাসে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়েল ফুডের কারখানায় অভিযান করেন তারা। এ সময় সেখানে আদালত কর্তৃক নিষিদ্ধ মানহীন সেমাই মজুত পাওয়া যায়। একই সঙ্গে অপরিচ্ছন্নভাবে খাবার সামগ্রী প্রস্তুত করা হচ্ছিল বলে তারা দেখতে পান।

আদালত সেখান থেকে ৪০০ কেজি মানহীন ও মেয়াদোত্তীর্ণ সেমাই জব্দ এবং প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কারখানার বাহিরে জব্দকৃত এ সব সেমাই আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান তিনি।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/২২ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়