ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাগরে ট্রলারডুবিতে নিহত ৬

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৪, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাগরে ট্রলারডুবিতে নিহত ৬

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলারডুবিতে ছয়জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।

বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ছয় জেলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

ট্যুরিস্ট পুলিশ ও সৈকতের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বুধবার ভোররাতে খবর পায়, একটি মাছ ধরার ট্রলার ডুবন্ত অবস্থায় উপকূলে আটকা পড়েছে। তাৎক্ষণিক কক্সবাজার সদর থানার পুলিশের সহায়তায় ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযানে যায়। এসময় ছয়জনের লাশ উদ্ধার করা হয়। রাসেল ও জুয়েল নামে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের দেয়া তথ্য মতে, মাছ ধরা ট্রলারটি ভোলা জেলার চরফ্যাশন এলাকার মিন্টু নামের এক ব্যক্তির।

 

রাইজিংবিডি/ কক্সবাজার/১০ জুলাই ২০১৯/সুজাউদ্দিন রুবেল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়