ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম সংবাদদাতা : কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এতে করে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে ২০টি গ্রামের ১০ হাজার মানুষ। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছে এ সব এলাকার মানুষজন।

কুড়িগ্রাম-যাত্রাপুর হাট সড়কের শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীণ ব্রিজের পাশের বাঁশের সাঁকো তলিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট যাত্রাপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই ব্রিজ এলাকায় লোকজন নৌকায় পার হচ্ছে। নদী পাড়ের বাসিন্দারা জানান, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

জেলা শহরের চড়ুয়াপাড়া, চর ভেলাকোপা, কলেজপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার শতাধিক পরিবার পনিবন্দি জীবন-যাপন করছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩৭ সেমি, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৩ সেমি, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৪৫ সেমি ও চিলমারী পয়েন্টে ৩৩ সেমি বৃদ্ধি পেয়েছে।


রাইজিংবিডি/কুড়িগ্রাম/১১ জুলাই ২০১৯/বাদশাহ্ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়