ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

মেহেরপুর সংবাদদাতা : বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার থেকে জেলাতে কোন বাস ছেড়ে যায়নি। যার কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান রাইজিংবিডিকে বলেন, আন্তঃজেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর পরবর্তী ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোন কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন  করেন শ্রমিকরা। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। মালিকপক্ষ দাবি না মানায় বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।

এদিকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল রাইজিংবিডিকে জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিলো। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সাথে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি তার।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, উভয় পক্ষের সাথে সমঝোতা করে খুব শীঘ্রই বাস চলাচল করানো হবে।

 

রাইজিংবিডি/মেহেরপুর/১২ জুলাই ২০১৯/ মহাসিন আলী/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়