ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রেন চলাচলে সতর্কতা

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেন চলাচলে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : গত কয়েক দিনের ভারি বর্ষণে টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী রেল সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ অংশ দেবে গেছে। এতে ব্যাহত হচ্ছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

শুক্রবার সকাল থেকেই সেতুর অ্যাপ্রোচ অংশ মেরামতের কাজ করছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সেতুটি দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

আগামী ৬০ দিন পৌলী রেল সেতুর ওপর দিয়ে ঘণ্টায় সাত কিমি গতিবেগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জনান, পৌলী রেল সেতুর অ্যাপ্রোচ অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এক মাস ধরে সংস্কার কাজ করছে কর্তৃপক্ষ। সংস্কার কাজের মাঝেই গত কয়েকদিন ধরে চলা টানা বর্ষণে সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ অংশে দেবে যায়। এতে সেতুটি ট্রেন চলাচলের জন্য আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

২০১৭ সালে ২০ আগস্ট এই রেল সেতুর দক্ষিণ পাশে অ্যাপ্রোচ অংশে ৩০ মিটার ধসে যায়। এ সময় স্থানীয়দের সতর্কতা ও তৎপরতায় ঢাকাগামী নীলসাগর ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সংস্কার কাজ শেষে ৩৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ শুরু হয়েছিল।


রাইজিংবিডি/টাঙ্গাইল/১২ জুলাই ২০১৯/শাহরিয়ার সিফাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়