ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে বৃদ্ধ দাদন আলী মীরাকে (৬০) গণপিটুনি দেয়া হয়।

স্থানীয় গ্রাম পুলিশ আলতাব জানান, রাতে সদর থানার এএসআই মাসুম আলী গণপিটুনিতে গুরুতর আহত দাদন আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সকালে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশের অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত দাদন আলী মাদারীপুরের শিবচর উপজেলার দীঘিরচর গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার ছেলে পুলিশকে জানিয়েছেন। দাদন আলী বাড়িতে থাকতে পারতেন না। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।

 

রাইজিংবিডি/পটুয়াখালী/১২ জুলাই ২০১৯/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়