ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উত্তাল সাগর থেকে বিকল ট্রলারসহ ৩৮ যাত্রী উদ্ধার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তাল সাগর থেকে বিকল ট্রলারসহ ৩৮ যাত্রী উদ্ধার

ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন নৌরুটে উত্তাল সাগরে বিকল হওয়া ট্রলারসহ ৩৮ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন থেকে দুই কিলোমিটার অদূরে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

সেন্টমার্টিনস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ জোসেল রানা জানান, ৩৮ জন যাত্রী নিয়ে বিকেল ৪টার দিকে টেকনাফ থেকে ইঞ্জিনচালিত ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু উত্তাল সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর যাত্রীসহ ট্রলারটি ভাসতে থাকে। পরে কোস্টগার্ড খবর পাওয়া মাত্র তিনটি নৌযান ও লাইফ জ্যাকেট নিয়ে যাত্রীদের উদ্ধারে যায়। পরে রাত সাড়ে ৯টায় তাদের সেন্টমার্টিনে নিয়ে আসা হয়।

বৈরী আবহাওয়া হওয়ায় সাগর উত্তাল থাকার কারণে উদ্ধার কাজ চালাতে সময় লাগে। তবে যাত্রীরা সুস্থ রয়েছে এবং ট্রলারও সেন্টমার্টিনে নিয়ে আসা হয়েছে।


রাইজিংবিডি/কক্সবাজার/১২ জুলাই ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়