ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খোলা আকাশের নিচে ক্লাস

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোলা আকাশের নিচে ক্লাস

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সদরে আকষ্মিক ঝড়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্তত ডজন খানেক শিক্ষাপ্রতিষ্ঠান লণ্ডভণ্ড  হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তালা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৩টি প্রশাসনিক ভবনের পাশাপাশি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে একাডেমিক ভবনের ৪টি কক্ষ। ভবনের পাশাপাশি মাদ্রাসার ১টি ল্যাপটপ, ৫টি ডেস্কটপ কম্পিউটার, ২টি প্রিন্টারসহ অফিসের জরুরি কাগজপত্র ও আসবাবপত্র নষ্ট হয়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রেণিকক্ষ না থাকায় মঙ্গলবার মাদ্রাসায় শিক্ষার্থীরা ক্লাস করেছেন খোলা আকাশের নিচে আমতলায়। এ পরিস্থিতিতে উন্নয়ন বঞ্চিত মাদ্রাসা কর্তৃপক্ষ সংষ্কারে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নূরুল্লা জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর তেমন উন্নয়ন হয়নি। শিক্ষক ও পরিচালনা পরিষদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার মান অন্যান্যদের তুলনায় বরাবরই ঈর্ষণীয়।

মাদ্রাসার উপাধ্যক্ষ এ জেড এম আবু বকর সিদ্দিক জানান, মাদ্রাসাটি জাতীয় ও স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ভোট কেন্দ্র সংষ্কার কোটাতেও রাখা হয়নি মাদ্রাসাটিকে।

মাদ্রাসার প্রভাষক সুলতান আহম্মেদ জানান, মাদ্রাসায় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। সাতক্ষীরার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও মাদ্রাসার উন্নয়নে এখন পর্যন্ত কেউ দৃশ্যত কোনো ভূমিকা রাখেনি।


রাইজিংবিডি/সাতক্ষীরা/১৬ জুলাই ২০১৯/শাহীন গোলদার/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়