ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মেহেরপুরে বাস চলাচল শুরু

জাকির হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুরে বাস চলাচল শুরু

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে টানা ছয় দিন বন্ধ থাকার পর সব রুটে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করার পর বাস চলাচল ‍শুরু হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের করেন শ্রমিকরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তঃজেলার সব রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন তা বন্ধ রাখতে হয়। এ সময় কোনো কাজ না পেয়ে শ্রমিকদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়। বাস বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দিনে দুই বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবিতে ১১ জুলাই থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

এদিকে, কোনো আলোচনা ছাড়াই শ্রমিকরা ধর্মঘট করায় বাস মালিকরা কঠোর অবস্থানে ছিলেন। ইচ্ছেমতো ধর্মঘট ডেকে জনভোগান্তি বন্ধ এবং আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধানের দাবিতে অনড় ছিলেন তারা।

মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। আশা করছি, এ নিয়ে আর দ্বন্দ্ব হবে না।


রাইজিংবিডি/মেহেরপুর/১৬ জুলাই ২০১৯/জাকির হোসেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়