ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নীলফামারীতে বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীলফামারীতে বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

নীলফামারী সংবাদদাতা : সন্ত্রাস ও নাশকতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুবদলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. হেলালসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃতরা জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট ডিমলা উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মহিউর রহমান তার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতার নিজ বাড়িতে নাশকতার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে মহিউর রহমানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং ৬০/৭০ জন পালিয়ে যায়।

এ ঘটনার ডিমলা থানার উপ-পরিদর্শক সবুজ আলী বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৫ নেতাকর্মীর নামে আদালতে চার্জশিট দেয়া হয়।


রাইজিংবিডি/নীলফামারী/২১ জুলাই ২০১৯/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়