ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাধবকুন্ডের ঝর্ণায় পর্যটকের ঢল

সাইফুল্লাহ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাধবকুন্ডের ঝর্ণায় পর্যটকের ঢল

মৌলভীবাজার সংবাদদাতা : বৃষ্টি, বন্যা, নদী বা বরফ গলা পানি ভূপৃষ্ঠের উপরিতল থেকে নীচের দিকে নামতে থা্কলে ঝর্ণার সৃষ্টি হয়। গত কয়েকদিনের তীব্র রোদের কারনে মাধবকুন্ডের ঝর্ণার পানির স্রোত ছিলো কম। ঈদের দিন থেকে অবশ্য ঝর্ণা তার আসল রুপে ফিরেছে। আর তাতেই পর্যটকদের ঢল নেমেছে স্থানটিতে।

এবারের ঈদুল আযহার ছুটিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড ঝর্ণায় যেন পর্যটকদের মেলা বসেছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর এখন এলাকাটি।

সরেজমিনে দেখা গেছে, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসছেন দূর-দূরান্তের ভ্রমণ পিপাসুরা। সঙ্গে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানাবয়সী মানুষ। দেখা যায়, ঘুরতে আসা অনেকেই ঝর্ণার পানিতে সাঁতার কাটছেন। ছবি তুলছেন। কেউ আবার হেঁটে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহার দিন থেকে শুরু করে মাধবকুন্ডে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের অন্যান্য জেলা এবং বিদেশী পর্যটকরা ভিড় করছেন মাধবকুন্ডে।

 

রাইজিংবিডি/মৌলভীবাজার/১৩ আগস্ট ২০১৯/সাইফুল্লাহ হাসান/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ