RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০২ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৮ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

আ.লীগ নেতা শফিকুল হক আর নেই

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ নেতা শফিকুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হক মারা গেছেন ( ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ন ম শফিকুল হকের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁওয়ে হবে। তার মরদেহ বিকেল সাড়ে ৩টায় শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখান থেকে মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে তার শেষ জানাজা হবে। পরে দরগাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে তাকে।

আ ন ম শফিকুল হক আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাপতি ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী , দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আ ন ম শফিকুল হক দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 রাইজিংবিডি/সিলেট/১৪ আগস্ট ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়