ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনোদন কেন্দ্র হিসেবে সড়ক-সেতুই ভরসা

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনোদন কেন্দ্র হিসেবে সড়ক-সেতুই ভরসা

চরসিন্দুর সেতুতে দর্শনার্থীদের ভিড়

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা: সরকারি-বেসরকারি কোনো বিনোদন কেন্দ্র গড়ে না ওঠায় সড়ক ও সেতুতেই ভিড় জমাচ্ছেন কালীগঞ্জের বিনোদন প্রেমীরা। গাজীপুরের কালীগঞ্জে বিনোদন কেন্দ্রের অভাবে সড়ক ও সেতুই বিনোদন প্রেমীদের প্রধান ভরসা হয়ে উঠেছে।

কালিগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশন, শীতলক্ষ্যা নদীর উপরে ঘোড়াশাল ব্রিজ, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী বাইপাস সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতু, আজমতপুর-ইটাখোলা বাইপাস সড়কের চরসিন্দুর সেতু এবং বালু নদী উপরে উত্তরা-কালীগঞ্জ সড়কের তেরমুখ সেতুই এ এলাকার মানুষের অবসর যাপন ও প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। এতে জীবনের ঝুঁকি থাকলেও উপযুক্ত স্থানের অভাবে এসব যায়গাকেই বেছে নিচ্ছেন এলাকাবাসী।

তেরমুখ সেতুতে বেড়াতে আসা ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তা সালাউদ্দিন রনি বলেন, ‘কালীগঞ্জে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো বা অবসর কাটানোর মত কোনো স্থান নেই। নেই বিনোদনের জন্য কোনো সিনেমা হল বা পাবলিক থিয়েটারও। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এখানে তাই এই সেতুই ভরসা।’

কালীগঞ্জে এক সময় ‘আলোঘর’ ও ‘জামালপুর’ নামে দু’টি সিনেমা হল ছিল। বর্তমানে সেগুলো ভেঙ্গে বহুতল শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে। সিনেমা হল না থাকায় স্থানীয় সিনেমা প্রেমীরাও সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।

কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকেই এ উপজেলায় বিনোদন কেন্দ্র নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি প্রশাসনের সহায়তায় বেসরকারি পর্যায়েও ভালো পার্ক বা উদ্যান গড়ে ওঠেনি। এক যুগ আগে কালীগঞ্জে ‘আলোঘর’ ও ‘জামালপুর’ সিনেমা হল বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয়রা হলে বসে সিনেমা দেখা থেকেও বঞ্চিত রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, ‘বিনোদন কেন্দ্র নির্মাণের ব্যাপারে উপজেলার দু’টি স্থানের নাম উল্লেখ করে গাজীপুর জেলা প্রশাসকের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। সেগুলোর অনুমোদন হলে স্থানীয়দের অবসর কাটানো বা বিনোদনের কোনো সমস্যা হবে না।’


রাইজিংবিডি/কালীগঞ্জ,গাজীপুর/১৮ আগস্ট ২০১৯/রফিক সরকার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়