ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদাবাজির অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : চাঁদাবাজিতে সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের দুই জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ রোববার তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রত্যাহার হওয়া দুই জন এএসআই হলেন- আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার বন্দরের সাবদি এলাকায় নান্নু স্টোর দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে এক সোর্স চাঁদাবাজি করার সময় জনতা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় পুলিশের দুই জন এএসআই সম্পৃক্ত আছে বলে ঘটনাস্থল থেকে অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিভাগীর তদন্ত হবে। আর সেটি সুষ্ঠু হওয়ার স্বার্থে তাদের প্রত্যাহার করা হয়েছে।


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৮ আগস্ট ২০১৯/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়