ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। 

মৃত রাসেল মিয়ার (৩৫) বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু রোগে দুই জনের মৃত্যু হলো। 

রোববার রাতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ. বি. এম. শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন রাসেল। ঢাকায় অবস্থানকালে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। রাতে তার মৃত্যু হয়।

গত ১১ আগস্ট এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান।

আজ রোববার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৫ জন ডেঙ্গু রোগী এই হাসাপাতালে ভর্তি হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। ১ হাজার ১৪ জন এই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


রাইজিংবিডি/ময়মনসিংহ/১৮ আগস্ট ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়