ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নতুন ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো ২১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তারা ভর্তি হন। এ নিয়ে জেলায় মোট ২৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, ‘বর্তমানে ৪৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৭১ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে ২১ জনকে।’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু আক্রান্তরা সাতক্ষীরা সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। তবে এ সকল রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন।’


রাইজিংবিডি/সাতক্ষীরা/১৯ আগস্ট ২০১৯/ শাহীন গোলদার /জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়