ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝিনাইদহে ১৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত

রাজিব হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে ১৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত ১৮১ জনকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে ২৯জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেখা যায়, এ জেলায় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ জন। এ পর্যন্ত ১৫২ জনকে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, চিকিৎসা নিলে এ রোগ নিরাময় হওয়া সম্ভব ।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, জেলার বিভিন্ন এলাকার ডেঙ্গুতে আক্রান্ত ২৯ জন এখন সদর হাসপাতালে ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪ জন। তবে আগের চেয়ে বর্তমানে ডেঙ্গু রোগী কমতে শুরু করেছে বলে দাবি করেন তিনি।

হাসপাতালের সেবিকা রাজিয়া সুলতানা জানান, অনান্য রোগীর সাথে ডেঙ্গু রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। 

রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, হাসপাতালে জায়গা না থাকার কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তারা ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলার দাবি জানান।


রাইজিংবিডি/ ঝিনাইদহ/১৯ আগস্ট ২০১৯/রাজিব হাসান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়