ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রোহিঙ্গা ইস্যুতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হবে’

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গা ইস্যুতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হবে’

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, রোহিঙ্গাদের মধ্যে এখন কিছু স্বাধীনতাবিরোধী প্রবেশ করে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হবে।

শুক্রবার জুম্মার নামাজের আগে পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘‘এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই, যে সমস্ত এনজিও উস্কানি দিয়েছে, তাদের ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না।’’

তিনি বলেন, ‘‘বিএনপির এই তথাকথিত হুমকিতে আমরা কেউ ভীত নই। বিএনপি সব সময় রাজনীতিতে ভুল করে আসছে, আবার ভুল করতে যাচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘‘বিএনপিকে অনুরোধ করবো ফাঁকা আওয়াজ না দিয়ে রোহিঙ্গা বিষয়ে সরকারকে সহযোগিতা করার। আমাদের ভুলত্রুটি হলে পার্লামেন্টের ভিতরে কিংবা বাইরে আলোচনা-সমালোচনার মাধ্যমে সমঝোতা করুন। কিন্তু অন্য কোনো রকম পথ তারা অবলম্বন করলে আবার ভুল হবে।’’ 

মোহাম্মদ নাসিম বলেন, ‘‘শুধু রোহিঙ্গা সমস্যা ছাড়া এখন দেশে কোনো সমস্যা নেই। রোহিঙ্গাদেরও শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠাবো আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে।’’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক এমপি মোহাম্মদ তানভীর, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ প্রমুখ।

মোহাম্মদ নাসিমের শ্বশুর মরহুম খোরশেদ আলমের নামে বিরাহিমপুরে পারিবারিক উদ্যোগে ‘মরহুম খোরশেদ আলম স্মৃতি জামে মসজিদ’ নির্মাণ করা হয়।

 

রাইজিংবিডি/পাবনা/৬ সেপ্টেম্বর ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়