ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

সাকিরুল কবীর রিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

যশোর সংবাদদাতা : জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহিদা নামে (৩৬) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জাহিদা মনিরামপুর উপজেলার আব্দুল কাদেরের স্ত্রী।

যশোর ২৫০ শযা হাসপাতালে তত্ববধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে জাহিদা বেগমকে যশোর আড়াই শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার কোন উন্নতি হয়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে আর্থিক সঙ্গতি না থাকায় তা করা সম্ভব হয়নি। বুধবার সকালে জাহিদা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরের বিভিন্ন উপজেলায় নয়জনের মৃত্যু হয়েছে।

 

রাইজিংবিডি/যশোর/১১ সেপ্টেম্বর ২০১৯/সাকিরুল কবীর রিটন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়