ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টঙ্গীতে খালে ডুবে কলেজছাত্রের মৃত্যু

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টঙ্গীতে খালে ডুবে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ঘুটিয়া এলাকায় খালের পানিতে ডুবে আব্দুর রহমান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিরা বুধবার বিকেলে নিহত ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার মো: আব্দুল্লার ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা এলাকায় বসবাস করতেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি লিডার আশরাফুল ইসলাম জানান, আব্দুর রহমান ও তার দুই বন্ধু দুপুরে ঘুটিয়া এলাকায় তুরাগ নদীর শাখা খালে গোসল করতে যায়। এক পর্যয়ে সেখানে থাকা সাঁকো থেকে ঝাঁপ দিয়ে আব্দুর রহমান পানিতে তলিয়ে যায়। এ সময় তার ওই দুই বন্ধু এবং স্থানীয়রা খালে খোজাখুজি করে না পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের ডুবুরিদলকে খবর দেয়। ডুবুরিরা দুই ঘণ্টার চেষ্টায় নিহতের লাশ উদ্ধার করে।

পরে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


রাইজিংবিডি/গাজীপুর/১১ সেপ্টেম্বর ২০১৯/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়