ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাগেরহাটে হত্যার আসামি গ্রেপ্তার

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে হত্যার আসামি গ্রেপ্তার

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপাল উপজেলায় আনজিরা খাতুন হত্যার এক বছর পর প্রধান আসামি বাবুল হাওলাদার (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বাগেরহাট ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জেলার মোংলা থেকে বাবুলকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের অবহিত করেন সিআইডির কর্মকর্তারা।

গ্রেপ্তার বাবুল হাওলাদার বাগেরহাটের সদর উপজেলার বাদোখালী গ্রামের সিফাত উল্লাহ হাওলাদারের ছেলে।

সিআইডি বাগেরহাটের উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৮ সালের ১২ সেপ্টেমবর রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের আব্দুল হাকিম শেখের মেয়ে আনজিরা বেগমকে হত্যা করে বাদোখালী গ্রামের খালে ফেলে রেখে যায়। দুই দিন পরে পুলিশ নিহতের পরিচয় পায়। সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়। পরে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে মামলাটি বাগেরহাট সিআইডির কাছে হস্তান্তর করা হয়। অনেক তদন্ত ও খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত হয়, হত্যায় বাবুল জড়িত।

তিনি জানান, হত্যার পরে বাবুল এলাকা থেকে পালিয়ে যায়। বিশেষ অনুসন্ধানের মাধ্যমে বুধবার মোংলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


রাইজিংবিডি/বাগেরহাট/১২ সেপ্টেম্বর ২০১৯/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়