ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষককে মারধর: বখাটে শান্ত গ্রেপ্তার

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষককে মারধর: বখাটে শান্ত গ্রেপ্তার

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডোমার সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলীকে মারধর করা বখাটে ছাত্র শান্ত (১৭) কে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কসাইপাড়া গ্রামে ফুফার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শান্ত ডোমার কলেজপাড়া এলাকার মাছ বিক্রেতা লিটন মিয়ার ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান।

গত ৭ সেপ্টেম্বর দুপুরে ডোমার সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রকে কলেজ চত্বরে মারধর করছিল শান্তসহ কয়েক বখাটে। যা দেখতে পেয়ে ওই কলেজের প্রভাষক সোলায়মান আলী বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর ও লাঞ্চিত করা হয়। পরে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় ডোমার ও নীলফামারীতে কলেজ শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে আসছিল।

এ ঘটনায় প্রভাষক সোলায়মান আলী নিজে বাদী হয়ে শান্ত, ছোট রাউতা সাহাপাড়া এলাকার আনজারুল চৌধুরীর ছেলে সৈকত চৌধুরী এবং অজ্ঞাতনামা ১৬/১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে চার জনকে আটক করলেও শান্ত পলাতক ছিল।


রাইজিংবিডি/নীলফামারী/১২ সেপ্টেম্বর ২০১৯/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়