ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ টাকা দরের চালে ভেজাল, জরিমানা

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ টাকা দরের চালে ভেজাল, জরিমানা

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি সামিউল ইসলাম দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চালে ভেজাল মেশানোয় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার ধরনীগজ্ঞ হাটে ডিলার সামিউল ইসলামের চাল বিতরণ কেন্দ্রের সামনে ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তহিদুর রহমান জানান, ১০ টাকা কেজি দরের চালে ভেজাল মেশানোর সংবাদ পেয়ে রোববার বিকেলে সামিউল ইসলামের চাল বিতরণ কেন্দ্রের গোডাউনে অভিযান চালানো হয়। এতে ১৭ বস্তা খাবার অনুপযোগী নিম্নচালের চাল পাওয়া যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোডাউন সিলগালা করে দেন এবং সোমবার দুপুরে সামিউল নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। তাৎক্ষণিকভাবে সামিউল ইসলাম ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়।

উপজেলার ৩২ জনের অধিকাংশ ডিলার চালে ভেজাল মিশিয়ে বিক্রি করেন বলে অভিযোগ করেছেন হতদরিদ্র ক্রেতারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, অভিযান অব্যাহত থাকবে।


রাইজিংবিডি/নীলফামারী/১৬ সেপ্টেম্বর ২০১৯/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়