ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গা সন্দেহে আটক ১৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা সন্দেহে আটক ১৮

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় ভারতীয় সহকারী হাই-কমিশন কার্যালয়ের কাছে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্দেহে ১৮ ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতদের ১৭ জনের কাছে বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র রয়েছে।

বুধবার রাতে তাদের গ্রেপ্তারের পর যাছাই ও তাদের বিস্তারিত ঠিকানা অনুসন্ধান শুরু করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে খুলশীস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনারের কার্যালয় ও ভিসা অফিসের আশেপাশের এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়। তাদের ১৭ জনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র রয়েছে। রোহিঙ্গা সন্দেহে তাদের আটক করা হলেও তারা আসলে রোহিঙ্গা নাকি প্রকৃত বাংলাদেশী নাগরিক সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করছে পুলিশ।

তারা কি উদ্দেশ্যে ভারতীয় ভিসা দপ্তরের কাছে অবস্থান করছিলো সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে কেউ রোহিঙ্গা নাগরিক থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়